মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দীর্ঘ ৫০ বছর পর এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী রেদওয়ানুল হকের উত্তরসূরিরা ফিরে পেয়েছেন তাঁদের পৈতৃক সম্পত্তি। মঙ্গলবার (২০ মে) আদালতের নির্দেশে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে সাড়ে ২২ একর জমি দখলে বুঝিয়ে দেওয়া হয় পরিবারটিকে।
জানা গেছে, ১৯৭৫ সালের ২৫ জুন শ্রীরামসি গ্রামের বাসিন্দা রেদওয়ানুল হক একই গ্রামের আব্দুল মোতালিব খাঁন ও আব্দুল মনির খাঁর বিরুদ্ধে সিলেটের প্রথম সাবজজ আদালতে স্বত্ববাটোয়ারা মামলা দায়ের করেন। পরে মামলাটি স্থানান্তর হয় সুনামগঞ্জে। প্রায় পাঁচ দশক ধরে চলা এই মামলায় একাধিকবার শুনানি ও রায় হয়। শেষ পর্যন্ত ২০২৩ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করে।
মঙ্গলবারের দখল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। তিনি বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়াত রেদওয়ানুল হকের উত্তরসূরিদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় ন্যায় প্রতিষ্ঠা সম্ভব—এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।"
লাল কাপড়ে মোড়ানো খুঁটি ও সীমানা পিলার বসিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। উক্ত জমির মধ্যে রয়েছে বসতভিটা, পতিত জমি, বড়ন্ডি ও দীঘি শ্রেণিভুক্ত ভূমি।
রেদওয়ানুল হকের ছেলে এমদাদুল হক টিপু বলেন, "আমার বাবার জীবনের বড় একটি অংশ কেটেছে এই জমির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আজ আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে দেখলাম। অনেকেই এ যাত্রায় আমাদের পাশে ছিলেন, যাঁরা আজ আর বেঁচে নেই—আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি।"
দীর্ঘ সময় পর সম্পত্তির স্বত্ব ফিরে পাওয়ায় পরিবারটির মাঝে বইছে স্বস্তি ও আনন্দ। এই ঘটনা আবারও প্রমাণ করে, আইনের শাসনই ন্যায়বিচারের একমাত্র পথ।